
হানিফ পাঠান, গাজীপুর:- গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকার ৫৫ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৫টার সময় টঙ্গীর মিলগেট এলাকার সুরুচি রেস্তোরাঁয় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য ও মহানগর যুব বিভাগের সম্মানিত সভাপতি মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের গাছা থানার সম্মানিত নায়েবে আমির মোঃ মিজান মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৫৫ নং ওয়ার্ড জামায়াতের আমির মোঃ মোক্তার হোসেন। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন— যুব বিভাগের সহ-সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন, সেক্রেটারি মোঃ আশিকুর রহমান, বায়তুল মাল সম্পাদক শাহাদাত হোসেন রাব্বি, ৫৫ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সভাপতি মাকসুদুল হাসান শাহীন, কোঅপারেটিভ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ পারভেজ, মাওলানা আব্দুল মান্নানসহ ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫৫ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন ফয়সাল। বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তুলতে জামায়াতে ইসলামী যুব বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা দেশের উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে। সম্মেলনে উপস্থিত কর্মীদের মাঝে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয় এবং আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।



Discussion about this post