শফিকুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি:-টঙ্গী পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে গাজীপুরা বাসস্ট্যান্ডের ভূইয়া ফার্মেসীর সামনে সাতাইশগামী পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ খালিদ হাসান (৪০) ও মোঃ হৃদয় (২৪)। পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানার অফিসার ও ফোর্স কর্তৃক নিয়মিত ডিউটির সময় সন্দেহজনক চলাচলের কারণে তাদের তল্লাশি করা হলে বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৯, তারিখ: ২৫/১০/২৫)।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, “মাদকবিরোধী অভিযানে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।” পরে গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫