
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে মজুদ প্রায় ১৩ টন গুলির খোসার সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন। স্থানীয়রা জানায়, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন বাব-মায়ের দোয়া এন্টারপ্রাইজের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। গোডাউনের মালিক শিহাব উদ্দিনের বলেন,রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে স্ক্র্যাব হিসেবে এক ব্যবসায়ী নিলামে গুলির খোসা ক্রয় করেন। সেখান থেকে প্রায় সাড়ে ১৩ টন খোসা ৪০ টাকা কেজি দরে ক্রয় করেন তিনি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানিয়েছেন ঘটনার সত্যতা নিরূপণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।



Discussion about this post