
টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৪ বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর বারটার দিকে বাড়ির পাশে থাকা নদীতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শনিবার সকাল আটটার দিকে নিহতের মরদেহ পানিতে ভেসে উঠতে দেখতে পান। তথ্য মতে জানা যায়, প্রতিদিনের মতো মা উঠানে ঝাড়ু দিচ্ছিলেন। ওয়াইফাই বিল নেওয়ার জন্য লোক আসে সে বাসা থেকে টাকা নিয়ে দিয়ে আসার পরে দেখে তার শিশু উধাও। তারপর সে ধারণা করে পানিতে ডুবে নিচে চলে গেছে। পরিবারের লোকজন এবং স্থানীয় সাধারণ মানুষ অনেক খোঁজাখুঁজি করতে থাকে। নিহত শিশু হলেন, মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পিতা: মোস্তফার ছেলে জুবায়ের হোসেন (০৪)।
এব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মো. বেলায়েত হোসেন সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার খবর পাওয়ার পর আমাদের কর্মী এবং টাঙ্গাইল ডুবুরি দলের কর্মীদের সাথে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। পরে না পাওয়াই সবাই চলে আসছিলেন। এরপর পরিবারের লোকজন আমাদের সাথে আর যোগাযোগ করে নাই। এদিকে পানিতে ডুবে যাওয়া শিশুর মৃত্যুর খবর জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সকালেই জানাজার নামাজ আদায়ের পর তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন কাফন সম্পূর্ণ করেন।



Discussion about this post