প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ১:১২ অপরাহ্ণ
মির্জাপুরে তিন সন্তানের জননী তিন দিন পর পা বাধা অর্ধগলিত লাশ উদ্ধার

মো.সাগর খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর গোলাপী বেগম নামে তিন সন্তানের জননীর পা বাধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) সকালে মির্জাপুর থানা সংলগ্ন বারোখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে ও পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার স্ত্রী (৩৫)। পারিবারিক সূত্র জানায়, তিন দিন আগে গোলাপী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এর পর থেকে তার আর খোঁজ মেলেনি। রোববার সকালে স্থানীয় লোকজন থানার পাশে খালে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিআই তার দিয়ে পা বাধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম দৈনিক ভোরের দর্পণ পত্রিকাকে বলেন, ‘গোলাপী বেগম তিন দিন আগে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরনের কাপড় দেখে তার লাশ স্বামী কাদের মিয়া শনাক্ত করেছেন। এটি একটি রহস্যজনক হত্যা। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]