
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা মাহমুদুল হাসান আলাল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য ও প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডের কড়ইতলা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান আলাল অভিযোগ করে বলেন, একটি মহল আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্টের উদ্দেশ্যে ফেসবুকে ভিত্তিহীন তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। আমি এসব মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। কিন্তু কিছু কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় করার জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এদিকে কাজল নামের এক ভূমিদস্যু ও মামলাবাজ এর বিচার চেয়ে এলাকাবাসীরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে কাজলের বিভিন্ন অপরাধ অনিয়মের জন্য বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসী মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করে প্রতিবাদ জানান।



Discussion about this post