
স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুরে জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। আজ সোমবার, ২৭ অক্টোবর বিকেলে মহানগরীর বিএনপির পার্টি অফিসে যুবদলের অঙ্গ সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে আলোচনা সভা আয়োজন করে। এ সময় গাজীপুর জেলা যুবদলের তৃণমূল নেতাকর্মীরা সারি সারি মিছিল নিয়ে আলোচনা সভা ও র্যালিতে অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গাজীপুর জেলা যুবদলের উদ্যোগে বর্ণনাঢ্য রেলি বের করা হয।
এতে উপস্থিত থাকে,জেলা যুবদলের সভাপতি আতাউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আনোয়ার বেপারী, যুগ্ম আহবায়ক নেতৃত্বে গাজীপুর শহরের বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথ খোলাতে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত জেলা যুবদলের সভাপতি আতাউর রহমান মোল্লা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেপারীযুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক, ইয়াছিন আক্রাম পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সবার বক্তাগণ, তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রতি আবার জানানো হয়।



Discussion about this post