
আল আমিন, নাটোর প্রতিনিধি :- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নাটোর শহর শাখা। আজ সোমবার বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে সামনে থেকে শহর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শহর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনিত নাটোর (সদর-নলডাঙ্গা-২) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান , জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল,শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান , সদর উপজেলার আমীর অধ্যাপক মীর নূরুন নবী প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ সহ ৫দফা বাস্তবায়ন দেশের আপামর জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তারা আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব , ইসলাম, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সব সময় কাজ করে যাচ্ছে। আগামীতেও দেশের জনগণের যে কোন অধিকার আদায়ে জামায়াতের নেতাকর্মীরা সোচ্চার থাকবে।



Discussion about this post