
নুরে আলম :- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন গরিবের ডাক্তার নামে পরিচিত জনদরদী নেতা ডা. রাশেদুল হাসান রানা। তিনি নাগরিক ঐক্য ও গণতন্ত্র মঞ্চ কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বলে জানা গেছে। গাজীপুরের কৃতি সন্তান, মহানগর নাগরিক ঐক্যের পরিশ্রমী সভাপতি ও একজন নিরলস সমাজসেবক হিসেবে ডা. রানা দীর্ঘদিন ধরে গাজীপুরের মানুষের পাশে কাজ করে যাচ্ছেন। দরিদ্র মানুষের চিকিৎসা সেবা থেকে শুরু করে শিক্ষার্থীদের সহায়তা ও বিভিন্ন মানবিক কার্যক্রমে তার অবদান স্থানীয় জনগণের ভালোবাসা কেড়েছে। জনগণের মুখে মুখে শোনা যাচ্ছে— “আমরা গাজীপুর-২ আসনে এমন একজন এমপি চাই, যিনি গরিবের পাশে থাকবেন, মাটি ও মানুষের সঙ্গে থাকবেন। সেই মানুষটি ডা. রাশেদুল হাসান রানা ভাই।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নাগরিক ঐক্য ও গণতন্ত্র মঞ্চের এই মনোনয়ন গাজীপুরের রাজনীতিতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে। দলমত নির্বিশেষে অনেকে বিশ্বাস করেন, ডা. রানা সংসদে পৌঁছাতে পারলে গাজীপুরবাসীর প্রাপ্তি হবে একজন সৎ, যোগ্য ও মানবিক নেতা। ডা. রানা নিজেও এক প্রতিক্রিয়ায় বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। গাজীপুরের মানুষই আমার শক্তি। তাদের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।” গাজীপুর-২ আসনের ভোটাররা এখন আগ্রহভরে তাকিয়ে আছেন— এবার তারা কি সত্যিই গরিবের ডাক্তারকে সংসদে পাঠাতে পারবেন?



Discussion about this post