
স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুর মহানগরীর টঙ্গীতে অবৈধ নিষিদ্ধ পলিথিন উৎপাদন কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। গতকাল সোমবার টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় এই অভিযান পরিচালনা করেন র্যাব-১ এর সদস্যরা। এ সময় এন.এন প্যাকেজিং কারখানার মালিককে ১লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ২০৫ কেজি পলিথিন, ১১২০ কেজি দানা (পলিথিনের কাঁচামাল) জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে, র্যাব-১ উত্তরা, ঢাকা এর তত্ত্বাবধানে জিএমপি, গাজীপুরের ও টঙ্গী পূর্ব এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, র্যাব ফোর্সেস সদর দপ্তর।
সূত্রে জানা যায়, ২০০২ সালে ১লা মার্চ বাংলাদেশে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে দেশে পলিথিনের ব্যবহার কমেনি বরং গত দুই দশকের বেশি সময় ধরে পলিথিনের উৎপাদন ও ব্যবহার ক্রমাগত বেড়েই চলছে। যা পরিবেশের ভারসাম্য রক্ষায় হুমকি হয়ে দাড়িয়েছে। এসকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে। জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে র্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকেলে র্যাব-১, উত্তরা, ঢাকা এর তত্ত্বাবধানে জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব এবং টঙ্গী পশ্চিম থানাধীন পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় এন.এন প্যাকেজিং কারখানাকে ১লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কারখানা থেকে অবৈধ ২০৫ কেজি পলিথিন ও ১১২০ কেজি (পলিথিনের কাঁচামাল) দানা জব্দ করা হয়। একইসাথে ভবিষ্যতে এরকম অসঙ্গতি পরিলক্ষিত হলে উক্ত ফ্যাক্টরি বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়।
এছাড়াও টঙ্গী পশ্চিম থানাধীন পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স মা এন্টারপ্রাইজ এবং এ.এম এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরবর্তীতে নিয়মিত মামলা রুজু করা হবে। জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



Discussion about this post