প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
টঙ্গীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল

শফিকুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা এস এ শাকিল আহমেদ সরকার এর উদ্যোগে হোসেন মার্কেট এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে টঙ্গী পূর্ব থানার বিভিন্ন ওয়ার্ডের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা এস এ শাকিল আহমেদ সরকার বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দমন-পীড়ন, গায়েবি মামলা ও গ্রেফতারের মধ্যেও নেতাকর্মীরা সংগঠনকে শক্তিশালী রাখতে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি আরও বলেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল সামনের সারির সৈনিক হিসেবে কাজ করে যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]