
হানিফ পাঠান,গাজীপুর :- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ব্যাপক প্রচারণায় নেমেছেন দলের নেতাকর্মীরা। এই কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নং ওয়ার্ডে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন। অনুষ্ঠানে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে তাঁর জোরালো উপস্থিতি। তিনি তার বক্তব্যে বিএনপি’র এই ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা শুধু কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে এই ভঙ্গুর রাষ্ট্রকাঠামোকে মেরামত করে একটি জনকল্যাণমূলক সরকার প্রতিষ্ঠার রূপরেখা।” তিনি জোর দিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে সত্যিকারের সুশাসন, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতেই আমরা এই উঠান বৈঠকের আয়োজন করেছি।” তিনি আরও বলেন, “গাজীপুর-৬ আসনের আপামর জনগণের প্রতি আমার অঙ্গীকার, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, এই অঞ্চলে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভাগ্যের পরিবর্তনে আমি সর্বাগ্রে থাকব।” উক্ত অনুষ্ঠানে মহানগর ও টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। তারা নেতার বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে ৩১ দফা সম্বলিত লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন। উপস্থিত নেতাকর্মীরা একযোগে আওয়াজ তোলেন যে, সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে গাজীপুর-৬ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করে রাষ্ট্র মেরামতের এই মহৎ কর্মসূচিতে তারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন। এই উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি গাজীপুর-৬ আসনে সরকার জাবেদ আহমেদ সুমনের সাংগঠনিক অবস্থানকে আরও সুদৃঢ় করল বলে মনে করছেন রাজনৈতিক নেতাকর্মীরা।



Discussion about this post