
মোঃ মোস্তফা মিয়া, টঙ্গী গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে উদযাপিত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কজুড়ে ছিল নেতাকর্মীদের ভিড়, দলীয় স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমনের নেতৃত্বে টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে শুরু হয় বর্ণাঢ্য মিছিল ও আনন্দ র্যালি। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় হোসেন মার্কেটে এসে শেষ হয়। এতে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট যুবদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। বেলুন, ব্যানার, প্ল্যাকার্ড, স্লোগান আর সংগীতের তালে তালে উৎসবের আবহে ভরে ওঠে পুরো টঙ্গী এলাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি সংগঠন। এই সংগঠনের হাত ধরেই গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। যুবদলই আজ দেশের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের মূল চালিকাশক্তি।” তিনি আরও বলেন, বর্তমান সরকারের দমন–নিপীড়নের মধ্যেও যুবদল সাহস ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি তরুণদের উদ্দেশে আহ্বান জানান, দলীয় ঐক্য অটুট রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা শেখ মো. সুমন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে যুবদল সবসময় জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করছে। আমরা ভয় পাই না, বাধা পেলেও পথ থামাই না।”
তিনি আরও বলেন, “যুবদল শুধু রাজনীতি করে না, এটি মানুষের কল্যাণে কাজ করে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। ভবিষ্যতেও যুবদল গণতন্ত্র ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে।” মিছিল ও উৎসবে মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক শওকত আলী, সদস্য সচিব রুহুল আমিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, যুবদল নেতা রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, রাসেল হোসেন, জাহিদুল ইসলামসহ আরও অনেকে। উৎসবকে ঘিরে পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সড়কে দলীয় পতাকা, ব্যানার, পোস্টার ও রঙিন ফেস্টুনে সজ্জিত হয় টঙ্গীর হোসেন মার্কেট এলাকা। বেলা গড়িয়ে বিকেলে মিছিল শেষে আয়োজন হয় সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। উপস্থিত নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে নেচে–গেয়ে উদযাপন করেন যুবদলের ঐতিহ্যবাহী দিনটি।
নেতাকর্মীরা জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী কেবল আনন্দের দিন নয়, এটি নতুন প্রজন্মকে রাজনৈতিক সচেতনতা, দায়িত্ববোধ এবং সংগঠনের প্রতি ভালোবাসা শেখার একটি বিশেষ উপলক্ষ। তারা বলেন, এই সংগঠনই আগামী দিনে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী এই উৎসবের মধ্য দিয়ে গাজীপুর মহানগর যুবদলের নেতাকর্মীরা দলীয় ঐক্য, আদর্শ ও সংগ্রামের ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা ভবিষ্যতে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।



Discussion about this post