
নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি, গাজীপুর জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটি ২০২৫ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এই কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসনের এলএ শাখার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আখতার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বসম্মত সিদ্ধান্তে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির প্রধান পদগুলো হলো— (১) সভাপতি: মোঃ আক্তার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা এলএ শাখা (২) সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ আলতাফ হোসেন মোল্লা, প্রশাসনিক কর্মকর্তা, জেনারেল সার্টিফিকেট শাখা (৩) সহ-সভাপতি: বলরাম দাস, প্রশাসনিক কর্মকর্তা, সাধারণ শাখা (৪) সাধারণ সম্পাদক: মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রশাসনিক কর্মকর্তা, স্থাপন শাখা (৫) সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ ইব্রাহিম মিয়া, প্রশাসনিক কর্মকর্তা, নেজারত শাখা (৬) কোষাধ্যক্ষ: মোঃ খলিলুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, এস এ শাখা (৭) নির্বাহী সদস্য: মোহাম্মদ নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, জেএম শাখা (৮) নির্বাহী সদস্য: মোহাম্মদ আরমান আলী সরকার, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কালিয়াকৈর (৯) নির্বাহী সদস্য: মোহাম্মদ আলম মিয়া সরকার, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কালীগঞ্জ (১০) নির্বাহী সদস্য: এম রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গাজীপুর সদর (১১) নির্বাহী সদস্য: মোছাম্মৎ মাহফুজা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কাপাসিয়া।
সভায় নবগঠিত কমিটির সভাপতি বলেন, “মাঠ প্রশাসনের কর্মকর্তারা রাষ্ট্রের সেবায় নিবেদিত। আমরা পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করব।” সভা শেষে নবনির্বাচিত সদস্যদের পক্ষ থেকে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করা হয়। এ উপলক্ষে খোন্দকার শাহিদুল হক, সাবেক মহাসচিব, বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি এবং অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, “নতুন নেতৃত্ব মাঠ প্রশাসনের কর্মকর্তা কল্যাণে আরও গতিশীল ভূমিকা রাখবে এবং সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”



Discussion about this post