প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৬:৫২ পূর্বাহ্ণ
নাটোরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে তিন দিনব্যাপী কৃষি উন্নয়নের মধ্যেমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর এন এস সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উদ্বোধন শেষে মেলায় স্থাপিত ২১টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক।এসময় তার সাথে ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত,এন এস সরকারি কলেজের অধ্যাক্ষ প্রফেসর মোঃ আব্দুল বারী মির্জা প্রমুখ। পরে মেলায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে গাছের চারা তুলে দেন অতিথিরা। মেলায় ফলজ, বনজ এবং ঔষধি গুণ সম্পূর্ণ গাছ এবং বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি স্থান পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]