
স্টাফ রিপোর্টার গাজীপুরঃ “সাদা ছড়ি আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৫। দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা এলাকায় আশারতরী প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে এক আলোচনা সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু। তিনি বলেন,
দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা এই সমাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। সামান্য সহযোগিতা ও সুযোগ পেলে তারাও নিজের পায়ে দাঁড়াতে পারে, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।”
সভায় সভাপতিত্ব করেন আশারতরী প্রতিবন্ধী সংস্থার সভাপতি এস. কে. জিকরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষ থেকে শতাধিক হতদরিদ্র ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে সাদা ছড়ি ও সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী নারী ও পুরুষদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার, স্থানীয় সমাজসেবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উভয় পর্যায়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। সমাজের প্রতিটি স্তরে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি সম্মান ও সহমর্মিতার পরিবেশ তৈরি করতে হবে।
তারা আরও উল্লেখ করেন—সাদা ছড়ি কেবল নিরাপত্তার প্রতীক নয়, এটি দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাধীন চলাচল, আত্মমর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তির প্রতীক।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা জানান, এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে গেলে দৃষ্টি প্রতিবন্ধীরা আর সমাজের প্রান্তিক নয়, বরং দেশের উন্নয়ন যাত্রার অংশ হয়ে উঠবে।



Discussion about this post