
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের সিংড়ায় পাখি বিক্রয়ের অপরাধে হাজামুত আলী (৫৫) ও সাব্বির হোসেন (২২) নামের দুই পেশাদার শিকারি কে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুর ১ টায় সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ প্রদান করেন। এসময় পাখি বিক্রেতাদের কাছ থেকে ৫১ টি জবাইকৃত বকপাখি উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা পাশবর্তী তাড়াশ থানার পলাশি গ্রামের বাসিন্দা। ভোর রাতে সলঙ্গা এলাকায় ধান ক্ষেতে পাখি শিকারের বিশেষ কিল্লা ঘরের ফাঁদ পেতে পাখিগুলো শিকার করা হয়। পরে জবাই করে সিংড়ার গোডাউনপাড়া বাড়ি বাড়ি বিক্রয়ের সময় তদেরকে হাতে নাতে আটক করে প্রশাসনের হস্তান্তর করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষে চলনবিলে লাখ লাখ পাখির আগমন ঘটে। এই সময় এক শ্রেণির লোভি শিকারিরা রাতের আধাঁরে পাখি শিকারে নেমে পড়েন। বুধবার দুপুরে জবাইকৃত বস্তা ভর্তি বকপাখি সিংড়া পৌরসভার গোডাউনপাড়ায় বাড়ি বাড়ি বিক্রয় হচ্ছে খবর পেয়ে সংগঠনের সদস্যরা দুই পাখি বিক্রেতাকে বস্তা ভর্তি বকপাখিসহ আটক করে প্রশাসনকে খবর দেন। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইসাহক আহমেদ, মহসিন আলম, দপ্তর সম্পাদক অনিক আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক রিপন হোসেন প্রমূখ। সাইফুল ইসলাম আরো জানান, বিলের পাখি ও প্রকৃতি বাঁচাতে দীর্ঘ এক যুগ ধরে তারা দুর্গম বিলে ছুটে যাচ্ছেন। বিল পাড়ের মানুষদের সচেতন করছেন। পাশাপাশি পেশাদার শিকারিদের প্রশাসনের মাধ্যমে সাজার আওতায় আনছেন। উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, বিলের পাখি রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা খুবই সক্রিয় ভূমিকা পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকেও পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।



Discussion about this post