
নিজস্ব প্রতিবেদক:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুল আলম মাস্টার।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল উদ্দেশ্য ও বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
আক্তারুল আলম মাস্টার বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এ কর্মসূচি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে।”
তিনি আরও বলেন, “শ্রীপুরের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে।” এদিন কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতা-কর্মীদের দাবি, এ ধরনের গণসংযোগের মাধ্যমে জনগণের কাছে বিএনপির বার্তা আরও স্পষ্টভাবে পৌঁছে যাচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনও নতুন গতি পাচ্ছে।



Discussion about this post