স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার দিবাগত রাতে মহানগরের বাসন থানার নাওজোর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হচ্ছেন- তসলিম সিরাজ ও তার ছেলে মো. মুশফিক। তসলিম সিরাজ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ছোট ভাই।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, অভিযানের সময় তসলিম সিরাজের কাছ থেকে ৮টি বড় ছুরি, ১৯টি ছোট ছুরি, ১০টি চাপাতি, ২টি অনুমেয়, ৫টি রামদা, সোজা রামদা ১টি, ২৭ পিস নকল ডায়মন্ড ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫