
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নাফের বিরুদ্ধে ‘ওএমএস’ (ওপেন মার্কেট সেল) কার্যক্রমে আটা বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, আব্দুল মান্নাফ ভোক্তাদের কাছে নির্ধারিত পরিমাণের চেয়ে কম আটা বিক্রি করে স্থানীয় কয়েকজনের কাছে বেশি পরিমাণ আটা দিচ্ছেন। পরে সেই আটা তাদের কাছ থেকে সংগ্রহ করে নিজেই অন্যত্র বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। সূত্রে জানা গেছে, ওএমএস ডিলারদের মাধ্যমে চাল-আটা বিক্রয় কার্যক্রম স্থগিত থাকায় খাদ্য অধিদপ্তরের অনুমতিতে গত দুই মাস ধরে উপজেলার বিহারকোল ও ছাতিয়ানতলা বাজার এলাকায় আটা বিক্রির দায়িত্ব পালন করছেন খাদ্যবান্ধব কর্মসূচির দুইজন ডিলার। এর মধ্যে ছাতিয়ানতলা এলাকার ডিলার আজমত আলীর পক্ষে দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নাফ। ভুক্তভোগী পাবনাপাড়া এলাকার কৃষক আব্দুল কাদের বলেন, “আব্দুল মান্নাফ স্থানীয় কয়েকজনকে সেট করে তাদের দিয়ে আটা উঠিয়ে পরে তা অন্য জায়গায় বেশি দামে বিক্রি করছেন। সাধারণ ভোক্তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আটা পাচ্ছেন না।” তবে অভিযোগ অস্বীকার করে মো. আব্দুল মান্নাফ বলেন, “একই পরিবারের কেউ যদি আটা কিনে অন্য জায়গায় বিক্রি করে, তাহলে আমি কিছু করতে পারি না। আমি কোনো অনিয়ম করিনি।” এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা লাভলী খাতুন বলেন, “সরকারি পণ্য একই ব্যক্তির কাছে বারবার বিক্রির সুযোগ নেই। এমন কিছুর প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বিষয়টি দেখবেন। প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”



Discussion about this post