
আল আমিন, নাটোর প্রতিনিধি:- ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় সিংড়া পৌর কনফারেন্স রুমে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মিন্টু’র সভাপতিত্বে এসময় বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেন, সদস্য সচিব শ্রী উৎপল কুমার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, কাজল সরকার, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন, সাধারণ সম্পাদক হাসানুল হক হাসান প্রমুখ।



Discussion about this post