
শফিকুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার ৫ নম্বর ব্লকের উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সভা হয়। ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবুল চৌধুরী সভাপতিত্ব করেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাতুল ভূঁইয়া, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাষ্টার এবং মহানগর বিএনপি নেতা সরকার শাহানূর ইসলাম রনি।
আয়োজিত সভায় বক্তারা বলেন, বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথে ফিরবে। বিএনপি এখন ঘরে ঘরে সংগঠিত হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। বৈঠক শেষে নেতৃবৃন্দরা উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান, আগামী নির্বাচন হবে জনগণের ভোটের নির্বাচন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখনই মাঠে নামুন, ঘরে ঘরে ঐক্য গড়ে তুলুন।



Discussion about this post