
শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মারামারি থামাতে গিয়ে কবির মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কবির মোল্লা খুলনা জেলার দিঘলিয়া থানার পানিগাতি এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কবির মোল্লা পেশায় ছিলেন একজন নিরাপত্তাকর্মী। শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে তাঁর নাতি মাওলানা রাজ্জাকের সঙ্গে পার্শ্ববর্তী ভাড়াটিয়া ওলি আহমেদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে কবির মোল্লা মারামারি থামাতে এগিয়ে যান। তখন ধাক্কা লেগে তিনি মাটিতে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন,লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Discussion about this post