
নিজস্ব প্রতিবেদক:- ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে সাভার মডেল থানার শ্যামলাসী ভাড়ালিয়াপাড়া এলাকা থেকায় এঅভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।
অভিযানে মো. নাজির হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি কেরাণীগঞ্জ মডেল থানার বরইকান্দি এলাকার মো. মহসিন মিয়া ও সেনোয়ারা বেগমের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।



Discussion about this post