
মোঃ ফজলুল কবির গামা, ঝিনাইদহ :- অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ সেবাদমনের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহ গঠন করা হয়। বর্তমান প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ সহজ হলে এর অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, কিশোর-কিশোরী, নারীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে। ঝিনাইদহ সাইবার সেল গঠন হওয়ার পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার পেট্রোলিং করতে থাকে। তারা ক্লুলেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার, ভিক্টিম উদ্ধার ও সংশ্লিষ্ট থানাকে প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করতে থাকে। তারা সেপ্টেম্বর/অক্টোবর মাসে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া ২২১ টি মোবাইল ফোন দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করেছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯৩,২২০/- উদ্ধার করে প্রকৃত মালিক কে ফিরিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে সাইবার অপরাধ প্রতিনিয়ত বেড়ে চলেছে। এসব অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম নিরলস কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ সাইবার ক্রাইম টিম চলতি সময় সাইবার বুলিনের শিকার 59 জন ভিকটিমকে যথাযথ সহায়তা প্রদান করেছে। ভিকটিমদের মধ্যে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, গৃহিণী ও চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষ রয়েছে। ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় জিডি/অভিযোগ/মামলায় ০৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
আজ রবিবার (২নভেম্বর) পুলিশ সুপার সম্মেলন কক্ষে পুলিশ সুপার, মোঃ মঞ্জুর মোরশেদ -বিপিএম সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ ইমরান জাকারিয়া উদ্ধারকৃত মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।
এ সময় পুলিশ সুপার বলেন,”সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ; সাইবার অপরাধ দমনে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এর সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে। অচেনা লিঙ্ক কে প্রবেশ করবেন না, কোন পরিস্থিতিতেই OTP, পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য শেয়ার করবেন না। যেকোনো সাইবার অপরাধ বা প্রতারণার শিকার হলে তাৎক্ষণিক সাইবার ইউনিট অথবা নিকটস্থ থানার শরণাপন্ন হওয়ার জন্য বলা হলো।”



Discussion about this post