
মানসুরা আক্তার কাকলী, স্টাফ রিপোর্টার:- ঢাকা জেলার সাভারের জিরানী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তরিকুল ইসলাম (গ্রেড-১), লাইনম্যান, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে জিরানী এলাকার একটি বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন তরিকুল ইসলাম পান্না(৩৩)। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় কেপিজে ঢাকা স্পেশালাইজড হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই বলেন, কাজের সময় লাইন বন্ধ না রেখেই কাজ চলছিল বলে ধারণা করা হচ্ছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিহত তরিকুল ইসলামের মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, এমন মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে সে জন্য কাজের আগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি



Discussion about this post