
নুরে আলম :- বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার আলো হয়ে উঠছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মূল লক্ষ্য—একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠন। এই অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কোনাবাড়ি থানার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান। বাগানবাড়ি চৌরাস্তা সংলগ্ন এলাকার বাসিন্দা এই জনদরদী নেতা বলেন, “এনসিপি এ দেশকে নতুনভাবে স্বাধীন করেছে, বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করছে। যেখানে এনসিপি আছে, সেখানে অন্যায়-অবিচার, দণ্ডিত বা খোশ-মাধবের স্থান নেই। আমরা জনগণের সেবা করতে চাই — জনগণের কল্যাণই আমাদের একমাত্র লক্ষ্য।”
তিনি আরও বলেন, রাজনীতি মানে ক্ষমতা নয়, মানুষের পাশে থাকা। সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই এনসিপি’র সত্যিকারের বিজয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আব্দুল হান্নান সবসময় গরীব-দুঃখী মানুষের পাশে থাকেন। বিপদে-আপদে ছুটে যান সাহায্যের হাত বাড়িয়ে। তাঁর বিনয়, সততা ও মানবিক মনোভাব ইতিমধ্যেই জনগণের মনে স্থান করে নিয়েছে। এনসিপি সূত্রে জানা যায়, গাজীপুরসহ সারাদেশে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মূল লক্ষ্য—জনগণের আস্থা অর্জন ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা। জনগণের সেবাই রাজনীতির শ্রেষ্ঠ রূপ—এই দর্শন বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন আব্দুল হান্নান। এনসিপি’র নেতৃত্বে তিনি স্বপ্ন দেখেন একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশের, যেখানে প্রতিটি মানুষ বাঁচবে মর্যাদা ও ন্যায়ের আলোয়।



Discussion about this post