
আল আমিন, নাটোর প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন নাটোর -৩ (সিংড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান। আজ সোমবার (৩রা নভেম্বর) বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ মসজিদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন বাজার, অলিগলি ও মোড়ে মোড়ে গণসংযোগ করেন তিনি। শহরের ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত ও লিফলেট বিতরণ করেন মাওলানা খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা অর্থ সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা সোহাইল হুসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।



Discussion about this post