
স্টাফ রিপোর্টার, গাজীপুর:: কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কুশদী, গাওরা ও চৌকারচালা গ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে তিনটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আইউবী।
প্রায় দুই লক্ষাধিক টাকা ব্যয়ে স্থাপিত এসব নলকূপের উদ্বোধন করেন সালাহউদ্দিন আইউবী নিজেই। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শতাধিক গ্রামবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ নিরাপদ পানির তীব্র সংকটে ভুগছিলেন। নতুন এসব নলকূপ স্থাপনের ফলে তারা এখন সহজেই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে সালাহউদ্দিন আইউবী বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণই মানবসেবার সর্বোচ্চ রূপ। কাপাসিয়ার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। তিনি আরও বলেন, প্রতিটি গ্রামে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে পারলে সেটাই হবে প্রকৃত জনকল্যাণের সেবা।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বারিষাব ইউনিয়নের আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি মাওলানা তারেক হাসান, মাওলানা গোলাম মোস্তফা বকুল, মনির হোসেনসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ। স্থানীয়রা সালাহউদ্দিন আইউবীর এই উদ্যোগকে ‘মানবিক উন্নয়নের উদাহরণথ হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



Discussion about this post