
নিজস্ব প্রতিবেদক:- শিল্পনগরী গাজীপুর এখন ‘ময়লার নগরী’। শহরের রাস্তাঘাট, অলিগলি, বাজার, খাল-বিল সব জায়গায় ছড়িয়ে আছে ময়লা-আবর্জনার স্তূপ। পরিকল্পনাহীন নগরায়ন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও সিটি কর্পোরেশনের অদক্ষ ব্যবস্থাপনায় নগরজুড়ে এই পরিবেশ দূষণ ছড়িয়ে পড়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি পাড়া-মহল্লার বিভিন্ন স্থানে ময়লার স্তূপে ভরে আছে রাস্তা ও ড্রেন। দুর্গন্ধে হাঁটা দায় হয়ে পড়েছে পথচারীদের। পরিবেশবিদরা বলছেন, গাজীপুরের এ অবস্থা এক মহাবিপদের সংকেত। তাদের ভাষায়, নগরপরিকল্পনা ছাড়া গড়ে ওঠা এ শহরে এখন সরু রাস্তায় রিক্সার জট, ড্রেনে আবর্জনার স্তূপ, বাতাসে দুর্গন্ধ- সব মিলিয়ে এখানে টিকে থাকা দায়। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্জ্য পানি জমে তৈরি হচ্ছে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশÑ যা এখন শহরের দূষণের অন্যতম প্রধান উৎস। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত দুর্গন্ধে ঠাসা।
গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা অব্যবস্থাপনার কথা স্বীকার করে বলেন, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনায় কোনো নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা যায়নি। তিনি বলেন, বর্তমানে কড্ডা ও গাছা এলাকায় অস্থায়ীভাবে ময়লা রাখা হয়। কিন্তু এগুলো কর্পোরেশনের নিজস্ব জমি নয়। ৫৭টি ওয়ার্ডের কোনোটিতেই নির্দিষ্ট ময়লা ফেলার স্থান নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রতিদিন গাজীপুরে প্রায় ৩ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয় অথচ সংগ্রহ ও নিঃসরণের জন্য রয়েছে মাত্র ৪৫০ জন কর্মী ও ২০ থেকে ৩০ টি গাড়ি। এ পরিমাণ জনবল ও সরঞ্জাম দিয়ে এত বড় নগর পরিষ্কার রাখা কার্যত অসম্ভব বলে তিনি মন্তব্য করেন। গাজীপুর সিটি কর্পোরেশন এখন চরম বর্জ্য সংকটে রয়েছে- এটা অস্বীকার করার উপায় নেই। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শহরে ছড়িয়ে পড়ছে নানা রোগ। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, বেড এবং ফ্লোরে শত শত রোগী শুয়ে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম বলেন, প্রতিদিন শত শত রোগী ভর্তি হচ্ছেন- বিশেষ করে এলার্জি, সর্দি-কাশি, হাঁপানি ও চর্মরোগ নিয়ে। ড্রেন ও নালায় জমে থাকা পানিতে ডেঙ্গুর লার্ভা ছড়াচ্ছে। এতে প্রতিদিন ডেঙ্গু রোগীও বাড়ছে। তার মতে, দূষিত পরিবেশ ও অস্বাস্থ্যকর জীবনযাপন গাজীপুরের মানুষের স্বাস্থ্যকে মারাত্মকভাবে বিপন্ন করে তুলছে। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়া বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এখন দুর্নীতির সিন্ডিকেটে পরিণত হয়েছে। মশার ওষুধ দেওয়া বন্ধ থাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলছে। জনগণের ট্যাক্সের টাকা বর্জ্য ব্যবস্থাপনায় কোথায় যায়- তার কোনো হিসেব নেই। তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রশাসনে চরম স্বেচ্ছাচারিতা চলছে। আমরা আন্দোলনের মাধ্যমে দূষণমুক্ত গাজীপুর গড়তে চাই। ভবিষ্যতে গাজীপুরকে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গাজীপুর শাখার বিশেষজ্ঞের মতে, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না হলে আগামী এক দশকের মধ্যে গাজীপুর হবে দেশের সবচেয়ে দূষিত শহর।
এ ব্যাপারে জানতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।



Discussion about this post