নিজস্ব প্রতিবেদন :- গাজীপুর গাজীপুর মহানগরীর কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুরের যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনন্দ টেলিভিশনের প্রতিনিধি অজয় সরকার ঝুটন। শনিবার (৮ নভেম্বর) কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে অনন্য পদে প্রার্থী না থাকায় শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অনন্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অজয় সরকার জোটন ও মোঃ তৌফিক ইসলাম। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মধ্যাহ্নের পর ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল। এতে সাধারণ সম্পাদক পদে তৌফিক ইসলাম পান ৫ ভোট এবং অজয় সরকার জোটন পান ১৯ ভোট। ১৪ ভোটের ব্যবধানে অজয় সরকার জোটন সাধারণ সম্পাদক পদে জয়ী হন। এরআগে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে নির্বাচিত হন মোঃ মোরশেদ আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কালবেলার প্রতিনিধি মানিক মিয়া। এছাড়াও সহসভাপতি পদে বিনয় চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন আমিনুল, কোষাধ্যক্ষ রেজাউল করিম রেজা।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ আখতাউজ্জামান বলেন, সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত টানা ভোট অনুষ্ঠিত হয়েছে। খুবই আনন্দঘন ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার,আখতাউজ্জামান ও মো.শফিকুর রহমান।
পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সালাহউদ্দিন আহম্মেদ,কাশিমপুর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মনিরুজ্জামান খান, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো.ইদ্রিস আলি সরকার,সাবেক সভাপতি রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, বিশিষ্ট শিল্পপতি মো.ইসমাইল হোসেন,কোনাবাড়ী থানা বিএনপির,সাংগঠনিক সম্পাদক মো. তানবিরুল ইসলাম রাজিব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫