প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
আলমডাঙ্গা সীমান্তে গভীর রাতে পুলিশের মহড়া : নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ

বশিরুল আলম, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা :- চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে গতকাল গভীর রাতে এক বিশেষ পুলিশি মহড়া পরিচালনা করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে থানার একদল চৌকস পুলিশ সদস্য এ মহড়ায় অংশ নেন। রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের গাড়ির সাইরেন ও টহল চলাচলে সরব হয়ে ওঠে সীমান্ত এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগপথ। বিশেষ করে মদনা, জামজামি, খাসকররা, ওশিরপুরসহ সীমান্তঘেঁষা এলাকাগুলিতে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওসি মাসুদুর রহমান পিপিএম বলেন, “সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক চোরাচালান প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মহড়া পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ও মহড়া চলমান থাকবে।” স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে পুলিশের এ তৎপরতায় তারা নিজেদের আরও নিরাপদ ও নিশ্চিন্ত মনে করছেন। একজন বাসিন্দা বলেন, “রাতে হঠাৎ পুলিশি টহল দেখে প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারি এটা নিরাপত্তার অংশ। এখন এলাকায় চোর-চোরাকারবারিরাও ভয় পাবে।” জানা গেছে, সম্প্রতি সীমান্ত এলাকায় ছোটখাটো অপরাধ ও মাদক পাচারের প্রবণতা ঠেকাতে পুলিশ এই প্রতিরোধমূলক উদ্যোগ নিয়েছে। এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে প্রতিদিনের টহল ও হঠাৎ অভিযান পরিচালনা করছে আলমডাঙ্গা থানা পুলিশ। এমন ধারাবাহিক টহল কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা ও অংশগ্রহণও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন স্থানীয় সমাজকর্মী ও জনপ্রতিনিধিরা। আলমডাঙ্গা থানা পুলিশের এমন দ্রুত ও সক্রিয় উদ্যোগে সীমান্তাঞ্চলে শান্তি ও নিরাপত্তার পরিবেশ আরও সুদৃঢ় হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]