
নিজস্ব প্রতিবেদক:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আহসান হাবিব সম্প্রতি গত শুক্রবার (৭ নভেম্বর) নিকুঞ্জ-২ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি ঢাকার সন্তান হিসেবে ঢাকা-১৮ আসনে বিজয়ী হতে পারলে উন্নয়ন, শিক্ষা ও মানবিক সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। এতে এলাকার জনগণ, সাধারণ মুসল্লী, সামাজিক-সাংস্কতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এতে আহসান হাবিব সকলের কাছে ট্রাক মার্কায় ভোট চান।
মুসল্লীরা বলেন, রাজধানীর ঢাকা-১৮ আসনে একজন তরুণ, শিক্ষিত ও এলাকার মানুষকেই আমরা আমাদের প্রতিনিধি হিসেবে চাই। যিনি ঢাকা-১৮ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে পারবেন তাকেই আমরা বেঁচে নিবো।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন—মোহাম্মদ ইলিয়াস হোসেন, প্রধান সমন্বয়ক ও সভাপতি, গণধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও খিলক্ষেত থানা, মোহাম্মদ মিন্টু, সাধারণ সম্পাদক, গণধিকার পরিষদ খিলক্ষেত থানা, মোহাম্মদ শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, গণধিকার পরিষদ খিলক্ষেত, মুহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, গণধিকার পরিষদ খিলক্ষেত, মোহাম্মদ তামিম হারুন, সভাপতি, যুব অধিকার পরিষদ খিলক্ষেত, মোহাম্মদ মোশাররফ, সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ খিলক্ষেত, মোঃ সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক, গণধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর, মোঃ মারজান, আইন বিষয়ক সম্পাদক, যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর।
গণসংযোগকালে বক্তারা বলেন, ঢাকা-১৮ আসনের জনগণ পরিবর্তন চায়—শিক্ষিত, তরুণ, পরিচ্ছন্ন ও জনগণের প্রতিনিধি হিসেবে আহসান হাবিব যোগ্য প্রার্থী। তিনি আমাদের প্রত্যাশার প্রতীক। আমরা আহসান হাবিব ভাইকে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাআল্লাহ।



Discussion about this post