প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১২:২০ অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় দুটি অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক :- বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. মিনার উদ্দিন এবং কালিয়াকৈর পৌর শ্রমিকদলের সভাপতি এ কে আজাদ পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকী দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ, বিভ্রান্তিমূলক এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করে আসছেন। তিনি এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এর আগেও একই ধরনের কর্মকাণ্ডের কারণে দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যার জন্য তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন।
গত ৭ নভেম্বর নিজের ফেসবুক আইডি থেকে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ, বিভ্রান্তিমূলক, রাষ্ট্রবিরোধী এবং মুসলিম জাতিকে কটাক্ষ করে বক্তব্য দেন। এছাড়া ৯ নভেম্বর কালিয়াকৈর রেলস্টেশন সংলগ্ন সড়কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন ইরাদ আহমেদ সিদ্দিকী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। একইদিন সকালে কালিয়াকৈর পৌর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদও থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সম্প্রতি তিনি ভারতে গিয়ে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে নিজেই স্বীকার করেছেন। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রেও তিনি জড়িত থাকতে পারেন বলে অভিযোগে দাবি করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান বলেন, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী আমাদের নেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নানা ধরনের আপত্তিকর বক্তব্য দেন। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিদুর রহমান বলেন, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]