প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ
বিএনপির ৩১ দফায় ক্রীড়ার প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে : শরীফুজ্জামান শরীফ

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- রাজনীতির ব্যস্ত নির্বাচনী প্রচারণার মাঝেও তরুণ সমাজ ও ক্রীড়াঙ্গনের প্রতি তাঁর আন্তরিকতা যেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা–দামুড়হুদা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল বিকেলে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত “সিএইচআর নাইনসেট ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলোয়াড় ও দর্শকদের মধ্যে এক প্রাণবন্ত উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেন। আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহাবুল হক মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ। খেলায় পাঁচকমলাপুর একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে ভাংবাড়িয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন, পুরো মাঠজুড়ে তখন উৎসবের আমেজ। প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, “খেলাধুলা হলো তারুণ্যের স্পন্দন। এটি মাদকসহ সকল অনৈতিক পথ থেকে যুব সমাজকে দূরে রাখে। আজ রুইথনপুরের এই মাঠের উদ্দীপনা প্রমাণ করছে—আমাদের তরুণরা সুস্থ থাকতে চায়, এগিয়ে যেতে চায়। যারা খেলাধুলায় যুক্ত থাকবেন, তারাই আগামী দিনের সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন।” তিনি আরও বলেন, “আমরা শুধু ক্ষমতার পরিবর্তন নয়, চাই মানসিক ও সামাজিক পরিবর্তন। বিএনপি নেতৃবৃন্দের প্রণীত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখায় ক্রীড়া খাতের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি, গ্রামীণ পর্যায়ে খেলাধুলার সুযোগ তৈরি—এসবই তারুণ্যের ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।” “আমি বিশ্বাস করি, খেলাধুলায় মনোযোগী এই তরুণরাই আগামীতে ধানের শীষের বিজয় সুরক্ষিত করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম বিপ্লব, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক আব্দুল কামাল, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, বেল্টু মেম্বার, সহিদুল হক, মিখাইলসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় যুবসমাজ ও দর্শকদের ভাষায়, শরীফুজ্জামান শরীফের মাঠে উপস্থিতি শুধু একটি পুরস্কার বিতরণ নয়—এটি তরুণদের প্রতি তাঁর বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। রাজনৈতিক মঞ্চের বাইরে ক্রীড়াঙ্গনে তাঁর এই অংশগ্রহণ তরুণ সমাজের মনে নতুন আস্থা ও অনুপ্রেরণা জাগিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]