প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ণ
উন্নত প্রযুক্তিনির্ভর পাট উৎপাদনে প্রশিক্ষণ — আলমডাঙ্গায় পাট বীজ চাষীদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মশালা অনুষ্ঠিত

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- উন্নত প্রযুক্তি ও মানসম্মত পাটবীজ ব্যবহারের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে “পাট বীজ চাষী প্রশিক্ষণ–২০২৫”। গতকাল বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনিসুর রহমান, উপসচিব ও উপপরিচালক, পাট অধিদপ্তর, ঢাকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ ক ম হারুন অর রশীদ, উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল হাসান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম রেজা। প্রশিক্ষণে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পাট একটি গুরুত্বপূর্ণ ফসল। আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে পাটচাষে গুণগত পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা মাঠ পর্যায়ের কৃষকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববাজারে পাটের গৌরবময় অবস্থান পুনরুদ্ধারে মাঠ পর্যায়ের কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। সরকার পাটচাষে নানা ধরনের প্রণোদনা ও সুযোগ দিচ্ছে, যার পূর্ণ সুফল পেতে হলে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তা কাজে লাগাতে হবে।” সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “আলমডাঙ্গা উপজেলার কৃষকরা পাটচাষে দীর্ঘ ঐতিহ্য বহন করে আসছে। এই প্রশিক্ষণ তাদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করবে, যা ভবিষ্যতে আরও উন্নত ও লাভজনক পাট উৎপাদনে সহায়ক হবে।” দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক পাটবীজ চাষী। প্রশিক্ষণে আধুনিক পাটবীজ নির্বাচন, রোগ ও কীট প্রতিরোধ, বীজ সংরক্ষণ, এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের পাটচাষ আরও আধুনিক, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে — যা দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]