মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার ২৪ জুলাই আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার মিরপুরর শহীদ শুভ'র কবরের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিখিত আপত্তি পত্র নিয়ে লাশ উত্তোলন স্থগিত করেছে। বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ হতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশফাকুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের শংকরচন্দ্র গ্রামের আবু সাইদের মেজো ছেলে শাহরিয়ার শুভ'র কবরস্থানে উপস্থিত হন। এসময় তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে শহীদ শাহরিয়ার শুভর মরদেহ উত্তোলন না করার জন্য জোর আপত্তি জানান। এক পর্যায়ে তাদের আপত্তি ও অনুরোধে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভ'র পরিবারের সদস্যদের থেকে লিখিত আপত্তি পত্র নিয়ে মরদেহ উত্তোলন স্থগিত করেন।এসময় প্রশাসন ও পুলিশের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন, ওয়ার্ড সদস্য মারুফ হাসান দুলু। উল্লেখ ২৪এর ১৯ জুলাই গুলিবিদ্ধ হন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের শংকরচন্দ্র গ্রামের আবু সাইদের মেজো ছেলে শাহরিয়ার শুভ ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়।ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ নিজ গ্রাম শংকরচন্দ্র গ্রামের কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘ দিন পর তদন্তের জন্য ঢাকা সি এম এম আদালত মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫