প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
আলমডাঙ্গায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের বিদায় সংবর্ধনা

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের জনপ্রিয়, কর্মদক্ষ ও মানবিক কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম-এর বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। উন্নয়নচিন্তা, সততা, নেতৃত্বগুণ ও মানবিকতার প্রতীক এই প্রশাসকের বিদায়ে যেন থমকে যায় পুরো প্রাঙ্গণ। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, সাহিত্য বিষয় সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরী, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে বক্তারা ইউএনও শেখ মেহেদী ইসলামের নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করে বলেন— “তিনি ছিলেন উন্নয়ন ও সেবার এক উজ্জ্বল প্রতীক। প্রশাসনিক দায়িত্ব পালনে যেমন ছিলেন দৃঢ় ও শৃঙ্খলাবদ্ধ, তেমনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এক প্রকৃত মানবিক মুখ। তাঁর সাহসী নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও আন্তরিক মনোভাব আলমডাঙ্গার উন্নয়নযাত্রাকে দিয়েছে নতুন দিক ও গতি।” বিদায়ী ইউএনও শেখ মেহেদী ইসলাম আবেগভরা কণ্ঠে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন— “আলমডাঙ্গা আমার কাছে শুধু একটি কর্মস্থল নয়, এটি ছিল আমার পরিবারের মতো। এখানকার মানুষের ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতা আমার প্রশাসনিক জীবনকে করেছে সমৃদ্ধ ও অর্থবহ। আমি যাচ্ছি নতুন কর্মস্থলে, কিন্তু আলমডাঙ্গা থাকবে আমার হৃদয়ের গভীরে—চিরস্মরণীয়, চিরপ্রিয়।” বিদায় সংবর্ধনার পুরো পরিবেশজুড়ে ছিল আবেগ, ভালোবাসা ও কৃতজ্ঞতার উষ্ণ স্পর্শ। প্রিয় ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন সহকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা। সবশেষে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাঁকে বিদায় জানানো হয় গভীর শ্রদ্ধা ও মমতায় ভরা এক আবেগঘন পরিসরে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]