স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার পলাতক আসামি আওয়ামীলীগ নেতা মীর ওসমান গনি কাজলকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি বাসা থেকে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে জিএমপি গাছা থানায় হস্তান্তর করার কথা রয়েছে।
মীর ওসমান গনি কাজল গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর আওয়ামী যুবলীগের একজন প্রভাবশালী নেতা ও আহবায়ক সদস্য ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন ও হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হয়ে আত্মগোপনে ছিলেন।
এ ব্যাপারে ওসমান গনি কাজলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, র্যাব-১ এর একটি টিম নজরদারির পর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের হত্যার একাধিক মামলা রয়েছে। গাছা থানায়ও তার বিরুদ্ধে দুইটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫