প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ
নাটোরে ভেজাল কাঁচাগোল্লা ও গুড় উৎপাদন রোধে সেমিনার অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের জি.আই পণ্য ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা ও গুড় উৎপাদনে ভেজাল রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম সহ সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও কাঁচাগোল্লা এবং গুরু উৎপাদনের সাথে জড়িত ব্যবসায়ী ও কারিগররা। জেলার সুনাম অক্ষুন্ন রাখা সহ ভেজাল রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়া ভেজাল রোধে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]