বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে: নিষিদ্ধ ঘোষিত চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়াদ্দার টোটনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর একটি এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে আটক করে।
সূত্র জানায়, টোটনের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি গোপনে অবস্থান করছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর আজ সকালেই তাকে পল্টন থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত বিবৃতি বা আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা জেলার রাজনৈতিক অঙ্গনে রিয়াজুল ইসলাম জোয়াদ্দার টোটন ছিলেন এক সময়ের আলোচিত নেতা। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনের নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখলেও সাম্প্রতিক বছরগুলোতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন।
স্থানীয় রাজনৈতিক মহলে তার গ্রেফতারকে ঘিরে নানামুখী আলোচনা চলছে। কেউ একে আইনের স্বাভাবিক প্রয়োগ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫