
নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন স্বপনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে আমজাদ হোসেন স্বপনও রয়েছে।
সূত্র জানায়, বুধবার মধ্যরাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৯ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
আমজাদ হোসেন স্বপন কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে। তিনি রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই বাড়িতে বসবাস করতেন।



Discussion about this post