
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গায় ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি স্থানীয় একটি জনসমাবেশ স্থলে সমাবেশে পরিণত হয়। এতে জেলার সকল উপজেলা থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে জেলা আমীর অ্যাড. মোঃ রুহুল আমিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “একই দিনে গণভোটের ঘোষণা রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞার শামিল। জনগণের রক্তে লেখা ইতিহাসকে গভীরভাবে অপমান করাই এর উদ্দেশ্য। জনগণের ইচ্ছা ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।” তিনি আরও বলেন, দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ৫ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের প্রত্যাশা। জনতার অধিকার ও ভোটাধিকারকে সম্মান না করলে দেশ আরও সংকটে পড়বে বলে তিনি সতর্ক করেন। জেলা জামায়াতের ৫ দফা দাবির মূল বিষয়গুলো— ১. গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক নিপীড়ন বন্ধ। ২. গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি। ৩. জনগণের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। ৪. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসন। ৫. সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমীর, সেক্রেটারি ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেয়া হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশকে ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি ছিল শান্তিপূর্ণ পরিবেশ। কর্মসূচি শেষে দোয়ামোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।



Discussion about this post