বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের খবরে তাঁর নিজ গ্রাম আলমডাঙ্গার স্টেশনরোড এলাকার দলীয় নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ আলমডাঙ্গার স্টেশনরোড এলাকার মাবুদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় ব্যবসা পরিচালনা ও স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। যুবলীগের কেন্দ্রীয় পর্যায়ে সক্রিয় থাকার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।
ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা দেখা গেছে। এলাকাবাসীর কেউ কেউ বিষয়টি নিয়ে হতবাক, আবার কেউ কেউ আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী। মাসুদের গ্রেফতারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।
এদিকে, গ্রেফতারের খবর আলমডাঙ্গায় পৌঁছানোর পর স্থানীয় রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে। মাসুদের পরিবারও উদ্বেগের মধ্যে রয়েছে এবং তাঁকে আইনি সহায়তা দিতে পারিবারিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক মহলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে—তা আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫