প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ২:২৫ অপরাহ্ণ
নাটোরে বাগাতিপাড়ায় চাকসু ভিপি ইব্রাহীম রনিকে সংবর্ধনা

আল আমিন, নাটোর প্রতিনিধি :- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি পদে বিজয়ী হওয়ায় নাটোরের বাগাতিপাড়ার কৃতি সন্তান ইব্রাহীম হোসেন রনিকে এক উষ্ণ সংবর্ধনার মাধ্যমে বরণ করা হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের বনপাড়া বাইপাস থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নাটোর–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। এসময় জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুল হাকিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকারসহ অঙ্গ সহযোগী সংগঠনে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “রনির এই বিজয় শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, পুরো বাগাতিপাড়ার গর্বের বিষয়। তার সততা, অধ্যবসায় এবং শিক্ষাঙ্গনে দায়িত্বশীল ভূমিকা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” তারা আরও বলেন, দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্বই শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে পারে—রনি সেই পথেরই একটি উজ্জ্বল উদাহরণ। সংবর্ধনা শেষে হামদ-নাত এবং ইসলামীক সংগীত পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]