
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫নভেম্বর) সন্ধ্যা সারে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হঠাৎ বাসের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। পরে চালক ও যাত্রীরা নেমে চলে যায়। খবর পেয়ে ফায়ার্সার্ভিসের কর্মীরা পুলিশের উপস্থিতীতে বাসের আগুন নিয়ন্ত্রনে নেন। তবে বাসটি পুরে যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সত্যতা নিশ্চিত করে গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান আগুনের খবরে ঘটনাস্থলে গীয়ে বাসটির আগুন নিয়ন্ত্রনের পর সড়ক থেকে সরিয়ে রাখা হয়েছে। পরে রাত সারে ৮টায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।



Discussion about this post