আল আমিন, নাটোর প্রতিনিধি:- বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’ দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টায় নাটোর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আরিফ হোসেনের নিকট ৪৫০টি শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেছে সংস্থাটি। আশা নাটোর সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. মজিবর রহমান আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের হাতে কম্বলগুলো তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন নাটোর সদর জেলার এসআরএম দলিলুর রহমান, আবুল হোসেন, বাবুল হোসেন, ম্যানেজার আজাহারুল ইসলাম সদরের বিভিন্ন ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিবছরের মতো এবারও শীতার্ত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর কর্মসূচি গ্রহণ করেছে ‘আশা’।
মানবিক সহায়তার পাশাপাশি অর্থনৈতিক অগ্রযাত্রায়ও বিশাল ভূমিকা রেখে চলেছে আশা। ২০২৫ সালের কর্মপরিকল্পনায় সারাদেশে ৪৮,৩০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার আওতায় প্রায় ৭০ লাখ সদস্য উপকৃত হবেন।
নাটোর জেলায় ২০২৫ সালে ৯১,০০৫ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ৫৮১.৪৪ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। বিশেষ করে—টেকসই কৃষি প্রযুক্তি, কর্মসংস্থান সৃষ্টি, গবাদি পশু ও দুধ উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষ উন্নয়ন, দেশজ পণ্যের উৎপাদন বৃদ্ধি, কৃষি যন্ত্রপাতি ব্যবহারের প্রসার ইত্যাদি খাতে ঋণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ২০২৫ সালে আশা সংস্থা সারাদেশে সিএসআর কার্যক্রম বাস্তবায়নে ২০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। এই কর্মসূচির আওতায় রয়েছে—আশা স্বাস্থ্য কর্মসূচি, আশা শিক্ষা কর্মসূচি, স্যানিটেশন কার্যক্রম, উচ্চশিক্ষা বৃত্তি, শীতবস্ত্র বিতরণ।
নাটোর জেলায় বর্তমানে রয়েছে ১টি স্বাস্থ্য কেন্দ্র, ৩৩০টি প্রাথমিক শিক্ষা কেন্দ্র, প্রতি মাসে ৭ জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান এবং প্রতি বছর শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আরিফ হোসেন আশা’র এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, শীতের কষ্ট লাঘবে আশা’র এ ধরনের সহায়তা সত্যিই প্রশংসনীয়। এটি অসহায় মানুষের মুখে হাসি ফুটাবে। মানবিক সহায়তা ও অর্থনৈতিক উন্নয়ন দুই ক্ষেত্রেই ‘আশা’ তার কার্যক্রম বিস্তৃত করে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫