
স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম সাভার:- শেখ হাসিনার আলোচিত মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে আজ সোমবার ( ১৭ নভেম্বর) সাভারে গণমিছিল করেছে সাভার পৌর বিএনপি মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে রেডিও কলোনি থেকে মিছিলটি শুরু হয়। ঢাকা–আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদ হয়ে সিটি সেন্টারে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রাশেদুজ্জামান বাচ্চু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মোশাররাফ হোসেন মোল্লা,ছাত্রনেতা তাজ খান নাঈম,সাভার পৌর বিএনপির নেতা মোহাম্মদ মামুন হোসেন,এবং মোহাম্মদ জুয়েল তালুকদার সাভার পৌর বিএনপির ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ কোহিনুর রহমান করিম -সহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
লায়ন মোহাম্মদ খোরশেদ আলম মক্তবে বলেন আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছি। দেশের মানুষ গণতন্ত্র চায়, অধিকার চায়। সাভারের জনগণও সেই আন্দোলনের অংশ। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। ঢাকা–আরিচা মহাসড়কজুড়ে দিন ভর অবস্থানের ঘোষণা দিয়েছে আন্দোলনরত নেতাকর্মীরা।এদিকে রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আশপাশের এলাকায় নজরদারি, টহল ও চেকপোস্ট বসানো হয়েছে নেতারা বলেন—দলীয় কর্মীরা মাঠে আছে, জনগণের দাবির প্রতি সম্মান রেখেই তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে।



Discussion about this post