প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৭:২৩ পূর্বাহ্ণ
আলমডাঙ্গার কৃতি শিক্ষাবিদ প্রফেসর ড. মো. ফিরোজুল ইসলাম উপাধ্যক্ষ পদে পদায়ন

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):- আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের কৃতি সন্তান, সমাজবিজ্ঞান বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. ফিরোজুল ইসলাম (ফিরোজ) সম্প্রতি উপাধ্যক্ষ হিসেবে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে পদায়ন পেয়েছেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনের মেধা, নিষ্ঠা ও গবেষণা-অবদানের স্বীকৃতি হিসেবেই এই পদায়নকে দেখছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।কুষ্টিয়া সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করে শিক্ষার্থীদের মাঝে আলোকিত মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দিতে তিনি যে ভূমিকা রেখেছেন, তা এক অনুকরণীয় দৃষ্টান্ত। একদিকে গবেষণায় পারদর্শিতা, অন্যদিকে শিক্ষার্থীবান্ধব মনোভাব—সব মিলিয়ে তিনি কলেজ অঙ্গনে ছিলেন একজন নির্ভরযোগ্য শিক্ষক ও একাডেমিক প্রশাসনের দক্ষ মুখ। উপাধ্যক্ষ পদে তাঁর পদায়নে কুষ্টিয়া শিক্ষা অঙ্গন যেমন সমৃদ্ধ হবে, তেমনি আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার মানুষও পেয়েছেন নতুন এক গর্ব। মোড়ভাঙ্গা গ্রামের এই গুণী সন্তানকে অভিনন্দনের বার্তা পৌঁছেছে বিভিন্ন মহল থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দোয়া ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সহকর্মীরা মনে করেন—প্রফেসর ড. মো. ফিরোজুল ইসলামের নেতৃত্ব, একাডেমিক দক্ষতা এবং মানবিক মূল্যবোধ কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষা পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। নিজ গ্রামের মানুষদের পক্ষ থেকেও তাঁর প্রতি অকৃত্রিম শুভকামনা জানানো হয়েছে। প্রিয় বন্ধু, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা বলেছেন—“তিনি মানুষের জন্য কাজ করেন, শিক্ষার মানোন্নয়নে নিজেকে নিবেদন করেন। তাঁর মতো একজন সৎ, নির্লোভ ও প্রজ্ঞাবান মানুষ এই পদে আসায় আমরা গর্বিত।” উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালনকালে তিনি যেন আরও সাফল্যের মুখ দেখেন এবং দেশের শিক্ষাঙ্গনের উৎকর্ষে বড় ভূমিকা রাখতে পারেন—এমনই দোয়া ও শুভকামনা জানিয়েছেন তাঁর প্রিয় বন্ধুরা। প্রফেসর ড. মো. ফিরোজুল ইসলামের জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]