প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৭:২৫ পূর্বাহ্ণ
নাটোরের সিংড়ায় ৩১ দফার লিফলেট বিতরণ করলেন বিএনপির সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ

আল আমিন, নাটোর প্রতিনিধি:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। গতকাল সোমবার বিকেল ও সন্ধ্যায় সিংড়া কাঁচা বাজার, থানার মোড় এবং বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মী নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন। বাজারের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ও করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লেলিন, পৌর বিএনপির সদস্য আসাদুজ্জামান মিঠু, কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সোয়াইব আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান, বিএনপি নেতা ও শিক্ষক নেতা ফিরোজ কবির, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, যুবদল নেতা শামীম হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]